১১ জুন ২০২১, ১১:১৪

সিনিয়র স্টাফ নার্সের ভর্তি পরীক্ষা আজ বিকেলে

সিনিয়র স্টাফ নার্স পদে ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আজ শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরআগে গত মঙ্গলবার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে উল্লেখিত কেন্দ্রে বর্ণিত তারিখ, সময় ও আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে ।

রাজধানীর ১৭টি পরীক্ষা কেন্দ্রে আজ শুক্রবার (১১ জুন) বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষার কেন্দ্রগুলো হলো

১. নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, শুক্রাবাদ (রাসেল স্কয়ার), ঢাকা। ৬০০ জন।

২. তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। ৯০০ জন।

৩. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা। ১০০০ জন।

৪. মোহাম্মদপুর মহিলা কলেজ, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা। ৯০০ জন।

৫. মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা। ১০০০ জন।

৬. মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা। ৭০০ জন।

৭. আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, কাদেরাবাদ, হাউজিং, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা। ৬০০ জন।

৮. হাজী আশ্রাফ আলী হাইস্কুল, ৮৮৪৯, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা। ৬০০ জন।

৯. মিরপুর কলেজ, সেকশন-২, মিরপুর, ঢাকা। ১২২৮ জন।

১০. মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মিরপুর-১, ঢাকা। ৫০০ জন।

১১. ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা। ১৫০০ জন।

১২. সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর, আ/এ, রোড-১৬, মিরপুর, ঢাকা। ৭০০ জন।

১৩. মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (বালক শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা। ১২০০ জন।

১৪. মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (বালিকা শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা। ১২০০ জন।

১৫. মুসলিম মডার্ন একাডেমি, ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা সেনানিবাস, ঢাকা। ৮০০ জন।

১৬. সেনাপল্লী হাইস্কুল, ঢাকা সেনানিবাস, ঢাকা। ৮০০ জন।

১৭. শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা। ১০০০ জন।

 

*এখানে বিজ্ঞপ্তি দেখুন