নিয়োগ পাওয়া ১৪০১ ধাত্রীকে পদায়ন, ১ জুন যোগদান করতে হবে (তালিকা)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২১, ১১:৪৪ AM , আপডেট: ২৯ মে ২০২১, ১২:১২ PM
সদ্য নিয়োগ পাওয়া ১ হাজার ৪০১ জন ধাত্রী বা মিডওয়াইফকে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে নবনিয়োগপ্রাপ্ত ওই এসব মিডওয়াইফদের আগামী ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ মে) তাদের দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়। পদায়ন সংশ্লিষ্ট প্রজ্ঞাপন স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে দেয়া হয়েছে। পদায়নকৃতদের আগামী আগামী ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
২০১৯ সালের ৯ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। চলতি বছরের ২০ মার্চ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৫ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর গত ২২ মে ১ হাজার ৪০১ জনকে নিয়োগ প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।