বাংলাদেশ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরু ৩০ মে
বাংলাদেশ ব্যাংকের ২০০ ‘অফিসার জেনারেল’ পদের চাকরির নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পদটিতে আবেদনকারী প্রার্থীরা আগামী ৩০ মে থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৬ জুন পর্যন্ত। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র প্রয়োজন হবে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আরো পড়ুন ২০০ অফিসার নেবে বাংলাদেশ ব্যাংক
এছাড়া যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাদেরকে আগামী ৫ জুনের মধ্যে ত্রুটি সংশোধন করতে হবে। ত্রুটি সংশোধনপূর্বক ১০ জুন থেকে ২৬ জুন তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয়‣দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল)’ পদে ২০০ জনকে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।