করোনাকালীন প্রণোদনা
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে মানববন্ধন আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২১, ১১:৫৫ PM , আপডেট: ০৫ মে ২০২১, ১১:৫৫ PM
করোনাকালীন প্রণোদনা হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে আজ বৃহস্পতিবার (৬ মে) মানবন্ধন করবে ৩২ প্রত্যাশীরা। চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের ব্যানারে বেলা ১১ টায় রাজধানীর শাহবাগ এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ মে) চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের সমন্বয়ক সাজিদ রহমান মানববন্ধনের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ফোরামের সদস্যদের মতামতের ভিত্তিতে এই মানবন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে করোনাকালীন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। ৩২ প্রত্যাশী ফোরামের পক্ষ থেকে পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত সকলের জন্য ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ডিসইনফেকট্যান্ট স্প্রে এর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল ৩২ প্রত্যাশীরা
এর আগে একই দাবিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। এছাড়া প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠিও দিয়েছে সংগঠনটি।
চাকরি প্রত্যাশী যব প্রজন্মের দাবি, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। এই অবস্থায় কয়েক লাখ তরুণ চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেয়েই ৩০ এর গন্ডি অতিক্রম করবে। পরিস্থিতি বিবেচনায় করোনাকালীন প্রণোদনা হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি তাদের।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের ‘খোলা চিঠি’