সোশাল মিডিয়া অফিসার পদে বিএটিতে চাকরি
ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) ‘সোশাল মিডিয়া অফিসার’পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে।
সোশাল মিডিয়া অফিসার পদে কোম্পানির সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল মাধ্যমের ডিজাইন ডেভেলপমেন্ট থেকে যাবতীয় কাজ করতে হবে। ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কন্টেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন ও এনালাইসিসে দক্ষ হতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
বেতন
ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটি) এ পদে চাকরি পেলে বছরে ৯ লাখ ৯৭ হাজার ২৮৪ টাকা বেতন মিলবে। সঙ্গে কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগসুবিধাসহ বিভিন্ন নিয়মিত বোনাস।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিএটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বিএটির বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।