৩০ এপ্রিল ২০২১, ১৪:০৩

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  © লোগো

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ১৩টি পদের বিপরীতে ১২৭ জনকে নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) আবেদনের শেষ সময় ছিল।

চলমান কোভিড-১৯ এর সংক্রমণ পরিস্থিতির কারণে আবেদনের সময় ২৩ দিন সময় বাড়ানো হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের সময় বড়ালেও পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

প্রতিষ্ঠানে নাম: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

পদের নাম : সহকারী পরিচালক, জনসংযোগ কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, লাইব্রেরিয়ান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, ক্যাশিয়ার, মেডিকেল এসিসটেন্ট, অভ্যর্থনাকারী, গাড়িচালক, অফিস সহায়ক।

যোগ্যতা ও বেতন: পদ ভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেলে ভিন্নতা রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

পদের সংখ্যা: ১৩টি পদে ১২৭ জন।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে https://erecruitment.sec.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এছাড়া আবেদনে সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের (https://www.sec.gov.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন