১২ এপ্রিল ২০২১, ০৮:১৭

করোনার মধ্যেই ২৫ হাজার নতুন কর্মী নেবে ম্যাকডোনাল্ডস

ম্যাকডোনাল্ডস  © লোগো

প্রাণঘাতি করোনা মহামারির মধ্যে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাই করলেও কার বিপরীত স্রোতে হাটছে ম্যাকডোনাল্ডস। প্রতিষ্ঠানটি সম্প্রতি ২৫ হাজার নতুন কর্মী নিয়োগের কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ক্রু ও ব্যবস্থাপনা শাখায় নতুন এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চলতি মাসে ২৫ হাজার নতুন কর্মী নিয়োগ দেবে ম্যাকডোনাল্ডস।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে থাকা তাদের রোস্তোরাঁগুলোর নতুন জনবল প্রয়োজন। তাই জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৩-১৫ এপ্রিল তিন দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ২৫ হাজার জন লোক নিয়োগ করা হবে।

আমেরিকাজুড়ে প্রায় ১৪ হাজার দোকান বা রেস্তোরাঁ আছে ম্যাকডোনাল্ডসের। নিয়মিত কর্মীর পাশাপাশি সংস্থাটি প্রতিবছরই গ্রীষ্মের ছুটিতে হাজারো নতুন কর্মী নিয়োগ দেয়। সে সময় হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ হিসেবে বেছে নেন এ বার্গার চেইন শপকে।

এর আগে গত বছর করোনা মহামারির প্রথম দফার ধকল কাটিয়ে দোকানপাট খুলে দেওয়ার সময় আমেরিকাজুড়ে ২ লাখ ৬০ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল ম্যাকডোনাল্ডস। এর আগে অবশ্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার বা হোম ডেলিভারির কাজ চালু রেখেছিল প্রতিষ্ঠানটি।