২৯ মার্চ ২০২১, ১৮:৩০

তৃতীয় লিঙ্গের ৫০ জনকে নিয়োগ দিল পাঠাও

  © পাঠাও ফুড

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভিন্নভাবে উদযাপন করতে তৃতীয় লিঙ্গের ৫০ জনকে নিয়োগ দিয়েছে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠান পাঠাও ফুড। ডেলিভারিকর্মী হিসেবে নিয়োগের আগে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে পাদুকা কোম্পানি অ্যাপেক্সের সঙ্গে যৌথভাবে ‘ফ্রিডম ফর অল’ নামে এক কর্মসূচির আয়োজন করে পাঠাও ফুড। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে এই উদ্যোগ কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাঠাওয়ের প্রেসিডেন্ট সালেহ আহমেদ। নিজেদের আয়ের টাকায় চলার মধ্য দিয়ে তারা নিজেদের আত্মমর্যাদা ফিরে পাবে।

মার্চ মাসের শুরুর দিকে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে সংবাদপাঠক হিসেবে যোগদান করেন রুপান্তরিত নারী তাসনুভা আনান শিশির। ৮ মার্চ নারী দিবসে তিনি প্রথম সংবাদ পাঠ করেন।