সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা কবে— জানা যাবে সোমবার

ব্যাংকের লোগো
ব্যাংকের লোগো  © ফাইল ফটো

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের স্থগিত হওয়া পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে আগামী সোমবার (৪ জানুয়ারি) সিদ্ধান্ত নেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। গত ৫ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েও করোনার কারণে সেটি সম্ভব হয়নি।

বিএসসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্যাংকিং সেক্টরে নিয়োগ কার্যক্রমের বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি ভার্চুয়াল সভা করেছে। সেখানে দ্রুত ব্যাংকগুলোর শূন্য হওয়া পদ পূরণের বিষয়ে তাগাদা দেয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বলা হয়েছে, ‘নিয়োগ কার্যক্রম কোনোভাবেই আটকে রাখা যাবে না।’ আগামী সোমবার (৪ জানুয়ারি) মন্ত্রীপরিষদের বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে চূড়ান্তভাবে জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষার তারিখ জানিয়ে দেবে বিএসসি।

এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে বিএসসি’র সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমন্বিত সাত ব্যাংকের নিয়োগ কার্যক্রম নিয়ে আমাদের মৌখিকভাবে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেগুলো চূড়ান্তভাবে পাওয়ার অপেক্ষা করছি। নির্দেশনাগুলো পেলে শিগগিরই সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এবার পরীক্ষার তারিখ ঘোষণার পর কোনোভাবেই সেই পরীক্ষা পেছানো হবে না। দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিয়োগ কার্যক্রম বন্ধ থাকলেও এলপিআর বন্ধ নেই। তাই চূড়ান্ত নির্দেশনা পেলে দ্রুতই আমরা পরীক্ষা নিয়ে নেব।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আর গত ২৩ নভেম্বর নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করে সংস্থাটি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৭১টি পদে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সমন্বিত সাতটি ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি, কর্মসংস্থান ব্যাংক-৬ টি, সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ