০৬ নভেম্বর ২০২০, ১৬:১৩

আবাদি জমি রক্ষায় ৮ দিন ধরে অনশনে বৃদ্ধের মৃত্যু

মৃত বৃদ্ধের জানাজায় পাড়া-প্রতিবেশী ও স্বজনরা  © টিডিসি ফটো

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলের আবাদি জমি রক্ষা ও বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে ৮ দিন ধরে অনশন করে আসছেন বিল পাড়ের কয়েক হাজার চাষী পরিবারের নারী-পুরুষ ও শিশুরা।

এদিকে অনশনরত অবস্থায় গোলাপ সরকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আরো ৫ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনরত অবস্থায় গোলাপ সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। শুক্রবার সকাল ১০টায় তার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নিহত গোলাপ সরকার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর আদর্শগ্রামের জব্বার সরকারের ছেলে।

গত ৩০ অক্টোবর শুক্রবার থেকে আবাদী জমি রক্ষা ও আশুরার বিলে বাধ নির্মানের প্রতিবাদে কয়েক হাজার নারী-পুরুষ-শিশু অনশন করছেন। শুক্রবার সকাল থেকে তারা মাথায় কাফনের কাপড় পড়ে আশুরার বিলে অনশন করছেন।