‘প্রযুক্তির দাপটে চাকরি হারাবে সাড়ে ৮ কোটি মানুষ’

অটোমেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে চাকরির বাজার
অটোমেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে চাকরির বাজার  © ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এমনি অনেক মানুষ চাকরি হারিয়েছে। এ সংকটে অটোমেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। এবার এক প্রতিবেদনের এরই মধ্যে আরেক দুঃসংবাদ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ)। এতে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে সাড়ে ৮ কোটি মানুষের চাকরি যেতে পারে।

এর আগে বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে অটোমেশন শ্রমিকদের জন্য ‘দ্বিগুণ বাধা’ সৃষ্টি করছে। তারা আরও সতর্ক করে বলেছে, কাজ হারানো শ্রমিকদের নতুন পেশায় প্রবেশের জন্য পুনরায় প্রশিক্ষণ দেওয়া না হলে বৈষম্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির জরিপ করা বড় কোম্পানিগুলোর দুই পঞ্চমাংশই জানিয়েছে তারা প্রযুক্তি সংহতকরণের মাধ্যমে তাদের কর্মক্ষেত্র কমিয়ে আনার পরিকল্পনা করেছে।

ডব্লিউইএফ বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই প্রথম কর্মসংস্থান সৃষ্টির চেয়ে , কর্মসংস্থান শেষ হচ্ছে বেশি। যা সুবিধাবঞ্চিত শ্রমিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। করোনভাইরাস মহামারি বিশ্বজুড়ে বেকারত্বের তীব্র গতি বাড়িয়ে তুলেছে। ইউরোপসহ বেশ কয়েকটি বড় অর্থনীতি বেকারত্বের আশঙ্কাজনক হার থামাতে প্রণোদনা সমর্থন বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বেকারত্ব উচ্চ হার অব্যাহত থাকায় প্রণোদনা বাড়ানোর জন্য আইনপ্রণেতাদের মধ্যে দর-কষাকষি চলছে।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে উচ্চহারে বাড়ছে বেকারত্ব। ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের প্রথম সারির অর্থনীতির দেশেও মারাত্মক হারে বাড়তে থাকা বেকারত্বকে বশে রাখতে বেতন-ভাতা পরিশোধে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ