আমরণ অনশনে প্রাথমিকের প্যানেল প্রত্যাশীরা

  © সংগৃহীত

কাফনের কাপড় গায়ে দিয়ে এবার আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন প্যানেলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেছেন তারা।

আন্দোলনকারী সূত্রে জানা গেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। এর আগে ১০ দিন প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনেও প্রতিবাদ সমাবেশ করেছেন। নির্দেশনা অনুযায়ী তাদের দাবি সংবলিত কাগজপত্র জমাও দিয়েছেন অধিদফতরে।

এদিকে, সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। ক্ষীণ হয়ে আসছে দাবি আদায়ের সম্ভাবনা। যদিও এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, প্যানেলের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই।

প্যানলের মাধ্যমে নিয়োগপ্রত্যাশীরা বলেন, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হোন। তাই মুজিববর্ষে প্যানেল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের নিয়োগের দাবি জানান তারা।


সর্বশেষ সংবাদ