সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদে পরীক্ষা ২ অক্টোবর

  © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে আগামী ২ অক্টোবর (শুক্রবার) সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার এ পরীক্ষা রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র তিনটি হলো সরকারি তিতুমীর কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ও টিঅ্যান্ডটি কলেজ, মহাখালী।  

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) পরীক্ষার প্রবেশপত্র আপলোড করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর আগে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি বলেছে, পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করা হবে। এ জন্য পরীক্ষার দিন পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হতে হবে।

করোনাকালে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশপত্রসহ প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা হলে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।


সর্বশেষ সংবাদ