চার বছরেও শেষ হয়নি রুপালী ব্যাংকের একটি নিয়োগ প্রক্রিয়া!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:০২ AM
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর চার বছর পেরিয়ে গেছে। তারপরও রাষ্ট্রায়ত্ব রুপালী ব্যাংকের একটি নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। মৌখিক পরীক্ষার সাত মাস পার হলেও এখনো চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। অথচ চার বছরে স্নাতক শেষ করে ফেলা যায়। রুপালী ব্যাংকের ওই নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া আড়াই হাজারের বেশি চাকরিপ্রার্থী তীব্র ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন।
চাকরিপ্রার্থী আশিকুর রহমান বলেন, ‘একজনের বয়স ২০১৬ সালে ৩০ বছর হলে এখন ৩৫ বছর হবে। এই চাকরির আশায়তো জীবন থেকে ৫ বছর হারিয়ে গেল। এর দায় কে নেবে? চাকরি প্রক্রিয়া কোনোভাবেই এক বছরের বেশি লাগা উচিৎ নয়। এমনিতেই চাকরিতে প্রবেশের জন্য চার থেকে সর্বোচ্চ পাঁচ বছর সময় থাকে।’
জানা গেছে, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ২০১৫ সালে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) গঠন হয়। এতে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা ছিল। কিন্তু দীর্ঘসূত্রতায় আটকে পড়ছে অনেক নিয়োগ প্রক্রিয়া। বিশেষ করে প্রথম দুই বছরে নিয়োগ পরীক্ষাগুলো তেমন গতি পায়নি।
পরীক্ষার্থীরা জানান, ২০১৬ সালের ৩ আগস্ট ৭৩৬টি পদের বিপরীতে রূপালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৩ আগস্ট ছিল আবেদনের শেষ সময়। এতে ৬০ হাজার ২৪২ জন আবেদন করেন। এর তিন বছর পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ওই পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ১১৯ জন।
পরে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৪৭৫ জন। তাদের মৌখিক পরীক্ষা শুরু হয় ৫ জানুয়ারি। গত ১২ ফেব্রুয়ারি এ পরীক্ষা শেষ হয়। এরপর সাত মাস পার হলেও ফল প্রকাশ হয়নি। সবমিলিয়ে চার বছর এক মাসের বেশি সময় চলে গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, ‘একটা চাকরি পাওয়া যে কত দরকার, তা কি নিয়োগকর্তারা বুঝতে পারেন না। ২০১৬ ও ২০১৭ সালের সব নিয়োগ বিজ্ঞপ্তির ফল হয়ে গেছে। অথচ রূপালি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে না। অনেক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, চাকরিতে যোগদানও করেছেন অনেকে।’
এ বিষয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান বলেন, ‘মামলাজনিত কারণে পরীক্ষাটা নেওয়া যায়নি। গত বছরের শেষে পরীক্ষা শুরু হয়। ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর করোনাভাইরাস চলে আসে। এর সঙ্গে জড়িত কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। এ কারণেই ফল দিতে দেরি হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রুপালী ব্যাংকের অফিসার পদের ফল দিলে যারা সিনিয়র অফিসার পদে নিয়োগ পেয়েছেন তারা চলে যেতেন। এ কারণে সিনিয়র অফিসার পদের ফল আগেই দেওয়া হয়েছে। প্রার্থীদের কিছুদিন ধৈর্য ধরতে বলব।’ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।