করোনার প্রভাব

বাংলাদেশে চাকরি হারাবে ১১ লাখ তরুণ

কভিড-১৯ সংক্রমণের প্রভাবে বিপর্যস্ত অর্থনীতিতে দেশে দেশে সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এর প্রভাব মুক্ত নয় বাংলাদেশও। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য বলছে, কভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশে কর্মসংস্থান হারাবে ১১ লাখ তরুণ। দীর্ঘমেয়াদে এ সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে।

‘ট্যাকলিং দ্য কভিড-১৯ ইয়থ এমপ্লয়মেন্ট ক্রাইসিস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছর বাংলাদেশে হারানো ও বেকার তরুণের সংখ্যা দাঁড়াবে ১১ লাখ ১৭ হাজার। ১৩টি দেশের এ তালিকায় কর্মসংস্থান হারানো ও বেকার তরুণের সংখ্যার প্রক্ষেপণে শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে চলতি বছর স্বল্পমেয়াদে ৪০ লাখ ৮৪ হাজার ও দীর্ঘমেয়াদে ৬১ লাখ ১৩ হাজার তরুণ কাজ হারাবে এবং বেকার হতে পারে বলে প্রক্ষেপণ দিয়েছে এডিবি-আইএলও।

দীর্ঘ চার মাস লকডাউন থাকায় চাকরির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি কামরান টি রহমান। তিনি বলেন, মহামারী নভেল করোনাভাইরাসের প্রভাবে একই সঙ্গে বিরূপ প্রভাব পড়েছে অর্থনীতিতে। গত মাস থেকে ধীরে ধীরে অর্থনীতির চাকা সচল হতে শুরু করেছে। তবে নভেল করোনাভাইরাস পুরোপুরিভাবে বিদায় নেয়নি। যে কারণে চাকরির বাজার স্বাভাবিক হতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে কতদিন সময় লাগবে এটা এখন বলা মুশকিল। এটা নির্ভর করবে নভেল করোনাভাইরাস পরিস্থিতি বিদায় নেয়ার ওপর।

প্রতিবেদনে বাংলাদেশসহ ১৩টি দেশের মোট সাতটি খাতের কাজ হারানো সম্ভাব্য তরুণের হার প্রকাশ করা হয়েছে। সাতটি খাতের মধ্যে আছে কৃষি, খুচরা বাণিজ্য, হোটেল এবং রেস্টুরেন্ট, অভ্যন্তরীণ পরিবহন, অন্যান্য সেবা, নির্মাণ, বস্ত্র ও পোশাক খাত। বাংলাদেশের কৃষি খাতে কাজ হারানো তরুণদের হার ২২ দশমিক ৯ শতাংশ, খুচরা বাণিজ্যে ১২ দশমিক ১ শতাংশ। বাংলাদেশের হোটেল ও রেস্টুরেন্টে কাজ হারানো তরুণদের হার ২ দশমিক ৬ শতাংশ, অভ্যন্তরীণ খাতে ৭ দশমিক ৪ শতাংশ এবং অন্যান্য সেবা খাতে ৪ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশের নির্মাণ খাতে কাজ হারাতে পারে এমন তরুণের হার ১২ দশমিক ৮ শতাংশ। দেশের সবচেয়ে বড় শ্রমঘন শিল্প খাত বস্ত্র ও পোশাকে কাজ হারানো তরুণদের হার ১৩ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশের সাতটি খাতে কাজ হারাতে পারে এমন মোট তরুণের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।


সর্বশেষ সংবাদ