সিটপ্ল্যানে না থাকা পরীক্ষার্থী উত্তীর্ণ, যা বলছে দুদক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫১ PM , আপডেট: ০১ মার্চ ২০২০, ১২:৪৫ AM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদের পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সিটপ্ল্যানের বাইরে থাকা একজন রোলধারী লিখিত অংশের জন্য উত্তীর্ণ হয়েছেন বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তবে দুদক বলছে, মুঠোফোন অপারেটর টেলিটকের ‘যাচাই-বাছাইয়ে’ দেরি হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
পরীক্ষায় অংশ নেয়া একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন, গত ২০ ফেব্রুয়ারি দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক জালাল সাইফুর রহমানের স্বাক্ষরে প্রকাশিত আসনবিন্যাসে পরীক্ষায় মোট প্রার্থী ছিল ৯২ হাজার ৯৫৪ জন।আসনবিন্যাসের সবশেষ রোল নম্বর ছিল ৯২৯৫৪। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হওয়া ২ হাজার ৪৮২ জন প্রার্থীর মধ্যে ৯৩ হাজার ১৮২ রোল নম্বরধারী (সিট প্ল্যানের তালিকা বহির্ভূত) একজন রয়েছেন।
যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনায় মেতেছেন পরীক্ষার্থীরা। জীবনানন্দ আচার্য নামের এক প্রার্থী লিখেছেন, ‘সিট প্ল্যান ৯২ হাজার ৯৫৪ পর্যন্ত আর রেজাল্ট শিটে ৯৩ হাজার ১৮২! এটা কীভাবে হলো! তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার কারণেই কি এটা হয়েছে? এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা! এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
এ বিষয়ে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, টেলিটকের ‘যাচাই-বাছাইয়ে’ দেরি হওয়ার কারণে ২৬০ জনের মতো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাচ্ছিলেন। শেষ মুহূর্তে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আর এ কারণে আসনবিন্যাসে ওই প্রার্থীদের রোল নম্বর ছিল না। একটি কেন্দ্রে তাঁদের সবার পরীক্ষা নেওয়া হয়। শতভাগ স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষা হয়েছে।