প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল ৩৫ প্রত্যাশীরা
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা সহ চারদফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা। আজ রবিবার বিভিন্ন জেলা, উপজেলা এবং কেন্দ্রীয়ভাবে এ স্মারকলিপি দেন তারা।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। তিনি বলেন, জেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে এবং উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এছাড়া আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মিয়াজী বলেন, মানবতার মা আপনি। আপনারা সন্তানদের খোঁজ নিন। ৩৫ সহ ৪ দফার যে যৌক্তিকতা রয়েছে তা আপনার কাছে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। যদি হত অবশ্যই আপনি ৩৫ সহ ৪ দফা মেনে নিতে এত বিলম্ব করতেন না। আমাদের সাক্ষাৎ দিন।
প্রসঙ্গত চার দফা দাবি আদায়ে প্রায় এক মাস জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অনশনে বসেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের নেতাকর্মীরা।তাদের চারদফা দাবিগুলো হচ্ছে- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নতকরণ, আবেদন ফি কমিয়ে (৫০-১০০) টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া ও ৩-৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
সংগঠনটির প্রধান দুজন সমন্বয়ক ছাড়াও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা হলেন, রেশমা আক্তার, এস এ সজীব আহমেদ, মুসাদ্দেক আলী রাসেল, উজ্জল সরকার, নাজিম উদ্দিন, ইব্রাহিম খলিল, শরীফ সৌরভ, মোশারফ হোসেন সোহেল, কামাল হোসেন, জাকির হোসেন, শাহ্ জালাল, জিয়াউর রহমান জয়, দোলন বাসক, পারভেজুর রহমান, সুমন ইসলাম, রাজেশ মহাজন, এস এ জুয়েল হাওলাদার, জাকিরুল ইসলাম, রেজায়ুল করিম, কুমারী মৌসুমী, রায়মা রাহি, উজ্জল কুমার বিশ্বাস।