শিক্ষক নিয়োগের ই-রিকুইজিশন শুরু আজ
তৃতীয়বারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে ই-রিকুইজিশন প্রক্রিয়া চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
গত ৯ জানুয়ারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে। এর আগে এনটিআরসিএ থেকে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি মাসেই (জানুয়ারি ২০২০) আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছে।
এ লক্ষ্যে সারা দেশের স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনের তালিকা সংগ্রহ করা হচ্ছে।এনটিআরসিএর চেয়ারম্যান এসএম আশফাক হুসেন জানান, এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী গত বছরের মতো এবারও শূন্য আসনে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সারা দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার পদ শূন্য।
আগামী সপ্তাহে এসব তালিকা সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিবন্ধিত প্রার্থীদের কাছে অনলাইনে আবেদন চাওয়া হবে।