সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করুন: ভিপি নুর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯ PM
তিন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে ভিপি নুরুল হক নুরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রলীগ প্যানেল থেকে আসা ডাকসুর নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ।
প্রসঙ্গত, মঞ্চের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থক নীল দলের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।
রবিবার (৮ ডিসেম্বর) ডাকসুর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনেন জিএস গোলাম রাব্বানী।
নুরুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে, ডাকসুতে সময় না দিয়ে লোক দেখানোর জন্য বনানীর অগ্নিকাণ্ডে সেলফি তুলেছেন, খালেদা জিয়ার মুক্তিতে সোচ্চার, রেজিস্টার অফিসে একাধিক টেন্ডারবাজি, প্রকাশিত ইশতেহারের কোন কিছুই পূরন করেনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভিপি নুরুল হক বলেন, আমার বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ আনলে কিছুই হবেনা। সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ দেন।
এর আগেও তিনি তার ফেসবুক লাইভে এসে বলেছিলেন, আমার বিরুদ্ধে কোন দুর্নীতি, টেন্ডারবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আমি ভিপি পদ থেকে পদত্যাগ করব।