নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের আবেদন শুরু

জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক ত্রৈমাসিক সার্টিফিকেট কোর্স-২০১৯ এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।  পরিষদের কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও গ্রন্থাগার উপ-পরিষদের উদ্যোগে এই সার্টিফিকেট কোর্সটি শুরু হবে ১১ জুলাই।  ন্যুনতম স্নাতক পাস প্রার্থীরা ৭০০০ টাকা ভর্তি ফি দিয়ে এতে আবেদন করতে পারবেন।

কোর্সটি পরিচালিত হবে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এর সাথে যুক্ত রয়েছে সেমিনার, প্যানেল আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা ও ফিল্ড পরিদর্শন।  সপ্তাহে দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ও শনিবার বিকাল ৩:৩০ হতে ৬:৩০ পর্যন্ত।

বিগত বছরগুলোর ধারাবাহিক সফলতায় নবমবারের মত কোর্সটি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ। পুরো কোর্সটি আটটি মডিউলে বিভক্ত।  মডিউল সমূহ হচ্ছে: জেন্ডার পরিচিতি, জেন্ডার, ক্ষমতায়ন ও উন্নয়ন, নারীবাদী গবেষণা পদ্ধতি, জেন্ডার ও রাজনীত, জেন্ডার ও অর্থনীতি, জেন্ডার ও পরিবেশ, জেন্ডার ও সংস্কৃতি। ৮ টি মডিউলের উপর মোট ৪৮টি ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সের বিভিন্ন বিষয়ের উপর পাঠদান করবেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিআইডিএসের গবেষকবৃন্দ, নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন বিষয়ের বিষেশজ্ঞবৃন্দ।

আবেদনপত্র গ্রহন ও ভর্তির শেষ তারিখ: ৩০ জুন ২০১৯।

ভর্তির জন্য যোগাযোগ: সীমা মোসলেম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, ১০/বি/১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০। ফোন: ৯৫৮২১৮২, ৯৫১১৯০৪১, ০১৬২৫০১৮৪৫৭।
ফ্যাক্স: ৯৫৬৩৫২৯, ইমেইল- info@mahilaparishad.org।

কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য বাংলাদেশ মহিলা পরিষদের ওয়েবসাইট থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ