৪০তম বিসিএস পরীক্ষায় মোবাইল, হাতঘড়ি নিষিদ্ধ
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইলসহ সব ধরণের ইলেকট্রিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এগুলো কেউ নিয়ে গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৩ মে অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়িসহ সকল ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস, বইপত্র, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিট কার্ড- ব্যাংককার্ড, মানিব্যাগ এবং ব্যাগসহ হলে প্রবেশ করা নিষিদ্ধ। এটি অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, কমিশন কর্তৃক নিষিদ্ধ করা হয়ছে। সময় জানার জন্য পরীক্ষা কক্ষে পর্যাপ্ত বা প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে প্রার্থীগণ কানে কোনও আবরণ রাখতে পারবেন না। কান খোলা রাখতে হবে।
এছাড়া পরীক্ষা হলে প্রার্থীরা গহনা, অলংকার জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন না। মানিব্যাগ, ব্যাগ, বইপত্র, ক্রেডিট কার্ড, ব্যাংককার্ড সদৃশ কিছু বহন করা যাবে না।
পরীক্ষার হলে কোন প্রার্থীর নিকট এসব নিষিদ্ধ জিনিস পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষার বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। এছাড়া ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীত সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
আগামী ৩ মে শুক্রবার ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও সিলেটের বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
অতীতের সব রেকর্ড ভেঙে ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।
এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে পিএসসি জানিয়েছে।