‘৩৫ চাই’ আন্দোলনকারীদের আশ্বস্ত করলেন মেনন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বেশ কিছু প্রস্তাব নিয়ে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে দেখা করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সভাপতি ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে মিলিত হয়।
এ সময় তারা চাকরির বয়স বাড়ানোর সুফল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাশেদ মেননও আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলে সমর্থন করেন এবং তাদের পাশে থাকার কথা জানান। মেনন বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে তরুণরা আন্দোলন করছে। এটি আমার কাছে এ কারণে যৌক্তিক মনে হয় এবং এ কারণেই আগামীতে সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটি আনা হবে। জানা গেছে, তিনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি আনবেন তা হলো- ‘সংসদের অভিমত এই যে, সরকারি-বেসরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ করা হোক।’ আগামী ২৪ এপ্রিল বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইমতিয়াজ হোসেন শুক্রবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাশেদ খান মেনন যেহেতু ৩৫-এর বিষয়টি দেখভাল করছেন; তাই তার সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। শুধু তাই নয়, আগামী ২৬ তারিখ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য কর্মসূচিতেও তাকে আসার অনুরোধ করা হয়েছে। আশা করছি- তিনি আসবেন।
বাংলাদেশে সরকারি চাকরি শুরুর করার বয়সসীমা বাড়ানোর দাবিতে গত সাত বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। তাদের দাবি বর্তমানে বেঁধে দেওয়া বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে হবে। এরই প্রেক্ষিতে এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে সরকারের কাছে আরো জোরালোভাবে দাবি জানানোর লক্ষ্যে বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছে তারা।
সম্প্রতি এই আন্দোলনে ডাকসুর সহ-সভাপতি নুরুলহক নুর ও জিএস গোলাম রাব্বানীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই দাবিতে সমর্থন দিয়েছেন।
তথ্যমতে, আগামী ২৪ এপ্রিল থেকে যে স্বল্প মেয়াদী সংসদ অধিবেশন বসবে; সেই অধিবেশনেই ৩৫ বাস্তবায়নের জন্য প্রস্তাব পাশ করে ৩০এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশে দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রমজানের পর সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি রয়েছে তাদের।