৩৭তম বিসিএস নন-ক্যাডারে সবাই নিয়োগ পাবেন

৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার থেকে প্রায় সবাইকে নিয়োগ দেয়া হবে। শূন্য পদের পর্যাপ্ত চাহিদা পাওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে।  বিপিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত পিএসসি যে পরিমাণ শূন্য পদের তালিকা পেয়েছে, তাতে নন-ক্যাডার থেকে প্রায় সবাই নিয়োগ দেয়া যাবে।

উল্লেখ্য, ৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন–ক্যাডারে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ ৩৭তম বিসিএসের নন–ক্যাডার থেকে প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করে পিএসসি। ওই সুপারিশে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পিএসসি এখন প্রথম শ্রেণির আরেকটি তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এরপর দ্বিতীয় শ্রেণির তালিকা প্রকাশ করবে।


সর্বশেষ সংবাদ