এক মাসের আলটিমেটাম, শিক্ষকদের আন্দোলন স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৫:৫৪ PM , আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৮:০৩ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রবিবার বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার।
এর আগে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারার নিকট শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে বিকাল ৩টা ২০ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত হন। তাৎক্ষণিক বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সাথে নন-এমপিও শিক্ষক প্রতিনিধি দলের সাক্ষাতের ব্যবস্থা করার দায়িত্ব নেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণার জন্য আরো দু’এক মাস সময় প্রয়োজন। আগামী বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। তবে এ বিষয়ে ঘোষণা দিতে দু’ এক মাস সময় লাগবে। তিনি রাজপথ ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর বিকাল ৫টায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে বসেন এবং শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। শিক্ষক নেতৃবৃন্দ আগামী এক মাসের মধ্যে দাবী আদায় না হলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন। এছাড়া সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সাথে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও’র দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়ায় গত বুধবার থেকে টানা ৫ দিন কদম ফোয়ারার সামনে দিবারাত্রি লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হলে পুলিশ কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে বাঁধা দিলে শিক্ষক-কর্মচারীরা সেখানে অবস্থান নেন। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষক-কর্মচারী ঢাকায় এসে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেন।