ফের মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি, এক মাসের আল্টিমেটাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২১ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২১ PM
সরকারি চাকরিতে ফের মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি উঠলো। দাবির পক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ নামে দুটি সংগঠন। মানববন্ধনে কোটা বহলের দাবিতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।
মানববন্ধনে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল বলেন, ‘বাংলাদেশে স্বাধীন হওয়ার পেছনে সব অবদান মুক্তিযোদ্ধাদের। সুতরাং তাদের বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, জাতীয় পতাকার সম্মান রক্ষা করতে হবে। আমরা কষ্ট করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। তাই আমাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহাল করতে হবে।’
মানববন্ধনে মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিকসহ বিভিন্ন স্তরের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।