চাকরিতে প্রবেশের বয়স ৩২ হলে মানবে না ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা চাকরিপ্রার্থীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র-পরিষদ’। নতুন কর্মসূচি হিসেবে ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। সংগঠনের ফেসবুক গ্রুপে নতুন আন্দোলনের এ ঘোষণা এসেছে।
নতুন করে আন্দোলন শুরুর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আমাদের চলমান আন্দোলনের বিষয়ে যৌক্তিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলো বর্তমান সরকার। এছাড়া এ বিষয়ে খোলামেলা আলোচনার কথাও বলা হয়েছিলো। কিন্তু এখনো এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি।
তিনি বলেন, জাতীয় সংসদের চলতি মাসের অধিবেশনেই এ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অধিবেশনের শেষের দিকে আমরা আন্দোলনে নামছি। মূলত আমাদের দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সংসদের এ অধিবেশনেই দাবি মেনে নেওয়ার বিষয়ে আহবান জানাতে কর্মসূচী ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
কয়েকদিন ধরেই চাকরির বয়সসীমা ৩২ করা হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এটি বাস্তবায়িত হলে তা মানা সম্ভব নয় জানিয়ে ইমতিয়াজ হোসেন বলেন, এ আন্দোলনের শুরুরে বয়সসীমা ৩২ করা হলে তা মেনে নেওয়া যেতো। কিন্তু এখন তা মানা সম্ভব নয়। কারণ আন্দোলনকারীদের অনেকেরই যোগ্যতা থাকা সত্ত্বেও ৩২ বছর করা হলে চাকরির সুযোগ পাবে না।
তিনি বলেন, সংসদীয় কমিটি পাঁচবার চাকরির বয়স ৩৫ করার বিষয়টি সমর্থন করে সুপারিশ করেছে। তারপরও তা বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ অবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অটল আছে বলেও জানান আন্দোলনের এই নেতা।
সাধারণ ছাত্র পরিষদ জানিয়েছে, চলতি অধিবেশনেই ৩৫ দাবির বাস্তবায়ন চেয়ে চেয়ে আগামী ২৩ ফেব্রুয়ারী সকাল ১o টায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি এক ব্যাতিক্রমধর্মী অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে। এ লক্ষ্যে আন্দোলনকারী রাজধানীর শাহবাগ মোড়ে একত্রিত হবেন।
দাবি আদায়ের এই কর্মসূচীতে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর প্রত্যাশীদের যোগদান করার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় কমিটির নেতারা। এখনই চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার অধিকার আদায়ের সময় বলেও মনে করছেন তারা।