২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে গত মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন প্রায় ২ লাখ ৩০ হাজার চাকরিপ্রার্থী। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা করা রয়েছে। পরীক্ষার সময়সূচি শিগগিরই চূড়ান্ত করা হবে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।