১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬

বাংলাদেশ চা বোর্ডে চাকরি, আবেদন করুন দ্রুতই

বাংলাদেশ চা বোর্ডে চাকরি, আবেদন করুন দ্রুতই
৪ পদে ৫ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ চা বোর্ডে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড। প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলায় অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য ৪ পদে ৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাক অথবা কুরিয়ারযোগে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড;

১. পদের নাম: মহাব্যবস্থাপক;

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭২২

২. পদের নাম: উপব্যবস্থাপক;

পদসংখ্যা: ২টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

৩. সহকারী ব্যবস্থাপক (মাঠ);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা; 

৪. সহকারী ব্যবস্থাপক (কারখানা);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা; 

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: মৌলভীবাজার;

আবেদনপত্র সংগ্রহ যেভাবে—

বাংলাদেশ চা বোর্ডের এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে পাঠাতে হবে। টাকার জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ বরাবর আবেদনপত্র ডাক অথবা কুরিয়ারযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।