৩০ জানুয়ারি ২০২৫, ০৯:১৮

যমুনা অয়েল কোম্পানি ২৩ ক্যাটাগরির পদে নেবে ৩০, আবেদন অনলাইনে

২৩ ক্যাটগরির পদে ৩০ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ২৩ ক্যাটগরির পদে ৩০ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হয়েছে ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে—চলবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা অয়েল কোম্পানি লিমিটেড;

১. পদের নাম: সিনিয়র অফিসার (সেলস);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২৯,০০০—৫৭,৫১০ টাকা (এম-৬);

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

২. পদের নাম: সিনিয়র অফিসার (শিপিং);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৯,০০০—৫৭,৫১০ টাকা (এম-৬);

৩. পদের নাম:  সিনিয়র অফিসার (পারচেজ);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৯,০০০—৫৭,৫১০ টাকা (এম-৬);

৪. পদের নাম:  সিনিয়র অফিসার (আইটি/প্রোগ্রামার);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৯,০০০—৫৭,৫১০ টাকা (এম-৬);

৫. পদের নাম:  অফিসার (অপারেশনস);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

৬. পদের নাম:  অফিসার (ল্যাবরেটরি);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

৭. পদের নাম:  অফিসার (স্টোর);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

৮.  পদের নাম:  অফিসার (অ্যাকাউন্টস);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

৯. পদের নাম:  অফিসার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলমেন্ট);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

আরও পড়ুন: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১৬

১০. পদের নাম:  অফিসার (লিগ্যাল অ্যান্ড এস্টেট);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

১১. পদের নাম:  অফিসার (অ্যাডমিনিষ্ট্রেশন);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

১২.  পদের নাম:  অফিসার (পাবলিক রিলেশন্স);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

১৩. পদের নাম:  অফিসার (কনফিডেনশিয়াল);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২৩,০০০—৫৫,৪৭০ টাকা (এম-৭);

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৯

১৪. পদের নাম:  জুনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

১৫. পদের নাম:  জুনিয়র অফিসার (সিকিউরিটি);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

১৬. পদের নাম:  জুনিয়র অফিসার (অপারেশনস);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

১৭.  পদের নাম:  জুনিয়র অফিসার (পারচেজ);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

১৮. পদের নাম:  জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

আরও পড়ুন: ২৪০০০-২৮০০০ বেতনে চাকরি আবুল খায়ের গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা

১৯. পদের নাম:  জুনিয়র অফিসার (ফাইন্যান্স);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

২০. পদের নাম: জুনিয়র অফিসার (এমআইএস অ্যান্ড আইটি);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

২১. পদের নাম: জুনিয়র অফিসার (কোম্পানি সেক্রেটারিয়েট);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

২২. পদের নাম: জুনিয়র অফিসার (প্ল্যানিং অ্যান্ড ইকোনমিকস);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

২৩. পদের নাম: জুনিয়র অফিসার (অ্যাডমিন);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (এম-৮);

আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে, লাগবে না অভিজ্ঞতা

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।