১৬ জানুয়ারি ২০২৫, ১১:১৬

আকিজ গ্রুপ নেবে এরিয়া ইনচার্জ, ২৪০০০ বেতনের সঙ্গে দেবে নানান সুবিধা

আকিজ গ্রুপ নেবে এরিয়া ইনচার্জ, ২৪০০০ বেতনের সঙ্গে দেবে নানান সুবিধা
এরিয়া ইনজার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে  © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এরিয়া ইনজার্জ’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ২৪ থেকে ২৬ হাজার বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড;

বিভাগের নাম: মার্কেটিং;

পদের নাম: এরিয়া ইনজার্জ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে ২৪,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২৬,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা সুবিধা;

*মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল;

*উৎসব বোনাস;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ২৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: নিজ বা পার্শ্ববর্তী জেলা;

আবেদনের যোগ্যতা—

*ব্যবস্থাপনা/মানবসম্পদ ব্যবস্থাপনা/লোকপ্রশাসনে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম