অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চাকরি, পদ ৩৩
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। প্রতিষ্ঠানটি ৭ পদে ৩৩ কর্মী নিয়োগে বুধবার (১ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয়, রংপুর;
১. পদের নাম: স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৮০ এবং ইংরেজিতে ১০০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম প্রকাশ করেছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৭
২. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৮০ এবং ইংরেজিতে ১০০ শব্দ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৩৫ শব্দ হতে হবে;
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে;
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৮৬
৪. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি পাস হতে হবে;
*মোটরগাড়ী চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;
৫. পদের নাম: জারীকারক (জারীকারক পিয়ন);
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি পরীক্ষায় পাস হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি, আবেদনের সুযোগ এসএসসি পাসেই
৬. পদের নাম: অফিস সহায়ক (পিয়ন);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
৭. পদের নাম: নৈশ প্রহরী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
চাকরির ধরন: অস্থায়ী;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন (৪-৭ নম্বর পদের প্রার্থীদের রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে);
কর্মস্থল: রংপুর;
বয়স: ১৮—৩২ বছর (৩০ জানুয়ারি ২০২৫ তারিখে);
আরও পড়ুন: প্রমি এগ্রো ফুডস নেবে অফিসার, পদ ২০০
আবেদনপত্র সংগ্রহ যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে;
আবেদন করবেন যার বরাবর—
সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের কার্যালয়, রংপুর বরাবর আবেদন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের কার্যালয়, রংপুর শাখায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে;
আবেদন ফি—
পরীক্ষার ফি বাবদ ১-৪ নম্বর পদের জন্য ১০০ এবং ৫-৭ নম্বর পদের জন্য ৫০ টাকা ০১-২১৪১-০০০০-২০৩১ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৫, অফিস চলাকালীন সময়ের মধ্যে;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।