কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নেবে ২৯ কর্মী, আবেদন শেষ ৩১ ডিসেম্বর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে ১১ ও ১৬তম গ্রেডে ৩ ক্যাটাগরির পদে ২৯ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি);
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড–১১);
আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ১১৫
২. পদের নাম: কম্পাউন্ডার;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ন্যূনতম ৩ বছরমেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে;
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এ ছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হদে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৮৬
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ ও ২ নম্বর পদের জন্য ৩৩৫ এবং ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।