২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪

৫০০০০-৬০০০০ বেতনে চাকরি জাগো ফাউন্ডেশনে, সাপ্তাহিক ছুটি ২ দিন

সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগে আবেদন চলছে জাগো ফাউন্ডেশনে  © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশন। সংস্থাটি ‘সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জাগো ফাউন্ডেশন;

পদের নাম: সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৫০,০০০—৬০,০০০ টাকা;

আরও পড়ুন: ব্র্যাকনেটে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*সাপ্তাহিক ছুটি ২ দিন;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা বছরে ২টি;

*টিএ বিল;

বয়স: ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: নাবিল গ্রুপে চাকরি, আবেদনের সুযোগ স্নাতকেই

আবেদনের যোগ্যতা—

*বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, জোহো সিআরএম, ক্যানভা, গুগল ওয়ার্কস্পেস, ক্লিকআপ ও জোহো বুকসের কাজে দক্ষতা থাকতে হবে;;

*ওয়ার্কফ্লো অটোমেশন ও ইউজার পারমিশন সেটিংস বিষয়ে ধারণা থাকতে হবে;

*জোহো স্যুট, ক্লিকআপ, মেইলচিম্প, গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, গুগল অ্যানালিটিকস ৪, গুগল অ্যাড ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজার, এডব্লিউএস ও ক্যানভার ব্যবহারে দক্ষ হতে হবে;

*সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেশন বা আইটি সিস্টেমসে সার্টিফিকেশন থাকতে হবে;

*সমস্যা সমাধান ও ট্রাবলশুটিংয়ে পারদর্শী হতে হবে;

আরও পড়ুন: ৫৬১ জন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।