বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ দেবে বিভিন্ন পদে, নেবে ২৩
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)। প্রতিষ্ঠানটি ৬ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডে ১০ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি);
১. পদের নাম: ক্রয় কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল; ২০,৪৮০–৪৯,৪৪০ টাকা (গ্রেড–৬);
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান/স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম৩.৫ অথবা জিপিএ-৪ স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;
*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বিএসটিআই নিয়োগ দেবে ৯৭ অফিসার, আবেদন করুন দ্রুতই
২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (উৎপাদন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল; ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬);
আবেদনের যোগ্যতা—
*অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল টেকনোলজি) পাস হতে হবে;
*এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩.৫ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (আইটি সেট);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল; ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬);
আবেদনের যোগ্যতা—
*অনুমোদিত পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিকস/কম্পিউটার টেকনোলজি) ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩.৫ থাকতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০ (জিপিএ-৪ এর ক্ষেত্রে) থাকতে হবে;
*কম্পিউটার মেরামত, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনের ওপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ৫০০০০ বেতনে আহ্ছানিয়া মিশনে চাকরি, আবেদন অনলাইনে
৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬);
আবেদনের যোগ্যতা—
*অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল টেকনোলজি) ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩.৫ থাকতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৫. পদের নাম: ভান্ডার সহকারী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনে ২টি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে অথবা জিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৫ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
৬. পদের নাম: প্রকর্মী (ক্যাবল টেস্টিং/ল্যাব);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল; ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি ভোকেশনালসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ শাখায় কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী ২ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি/বেসরকারি ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যেসব কর্মীর ক্যাবল টেস্টিং/ল্যাবের কাজে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*এইচএসসি বা সমমানের কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে সব পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০-২০তম গ্রেডে চাকরি, আবেদন অনলাইনে
৭. পদের নাম: মেশিন অপারেটর;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল; ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি ভোকেশনালসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ শাখায় কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী ২ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি/বেসরকারি ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যেসব কর্মীর উৎপাদন কাজে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পাস থাকতে হবে;
*এইচএসসি বা সমমানের কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে সব পরীক্ষায় জিপিএ-৫স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;
৮. পদের নাম: জেনারেটর অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি ভোকেশনালসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী ২ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমারে পাস হতে হবে;
*এইচএসসি বা সমমানের কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে সব পরীক্ষায় জিপিএ-৫স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ, পদ ৪২
৯. পদের নাম: প্রকর্মী (মোটর গ্যারেজ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস হতে হবে;
*খ্যাতনামা কোনো মোটর গ্যারেজে গাড়ি মেরামতের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ২ থাকতে হবে;
১০. পদের নাম: সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ);
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ১০,৭৩০–২৫,৫৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/ জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/মেশিন টুলস অপারেশন/ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) পাস হতে হবে;
*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী এক বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;
আরও পড়ুন: ৬৫৮ জন নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন অনলাইনে
বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮ থেকে ৩৫ বছর (২০ জানুয়ারি ২০২৫ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদনপত্রের সঙ্গে দরকারি কাগজপত্রসহ সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। বেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে;
আবেদন ফি—
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনার বরাবর ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ এবং ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ৫০ টাকা বাংলাদেশের যেকোনো তালিকাভুক্ত ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, ডাকঘর-সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জানুয়ারি ২০২৫;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।