২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৫

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ দেবে বিভিন্ন পদে, নেবে ২৩

১০ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)। প্রতিষ্ঠানটি ৬ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডে ১০ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি);

১. পদের নাম: ক্রয় কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল; ২০,৪৮০–৪৯,৪৪০ টাকা (গ্রেড–৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান/স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম৩.৫ অথবা জিপিএ-৪ স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বিএসটিআই নিয়োগ দেবে ৯৭ অফিসার, আবেদন করুন দ্রুতই

২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (উৎপাদন);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল; ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা—

*অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল টেকনোলজি) পাস হতে হবে;

*এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩.৫ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (আইটি সেট);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল; ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা—

*অনুমোদিত পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিকস/কম্পিউটার টেকনোলজি) ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩.৫ থাকতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০ (জিপিএ-৪ এর ক্ষেত্রে) থাকতে হবে;

*কম্পিউটার মেরামত, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনের ওপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৫০০০০ বেতনে আহ্ছানিয়া মিশনে চাকরি, আবেদন অনলাইনে

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা—

*অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল টেকনোলজি) ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩.৫ থাকতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৫. পদের নাম: ভান্ডার সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে ২টি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে অথবা জিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৫ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

৬. পদের নাম: প্রকর্মী (ক্যাবল টেস্টিং/ল্যাব);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল; ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ভোকেশনালসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ শাখায় কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী ২ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি/বেসরকারি ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যেসব কর্মীর ক্যাবল টেস্টিং/ল্যাবের কাজে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*এইচএসসি বা সমমানের কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে সব পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০-২০তম গ্রেডে চাকরি, আবেদন অনলাইনে

৭. পদের নাম: মেশিন অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল; ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ভোকেশনালসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ শাখায় কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী ২ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি/বেসরকারি ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যেসব কর্মীর উৎপাদন কাজে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পাস থাকতে হবে;

*এইচএসসি বা সমমানের কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে সব পরীক্ষায় জিপিএ-৫স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;

৮. পদের নাম: জেনারেটর অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ভোকেশনালসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী ২ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমারে পাস হতে হবে;

*এইচএসসি বা সমমানের কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে সব পরীক্ষায় জিপিএ-৫স্কেলে ন্যূনতম-৩ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ, পদ ৪২

৯. পদের নাম: প্রকর্মী (মোটর গ্যারেজ);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস হতে হবে;

*খ্যাতনামা কোনো মোটর গ্যারেজে গাড়ি মেরামতের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ২ থাকতে হবে;

১০. পদের নাম: সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ);

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ১০,৭৩০–২৫,৫৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/ জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/মেশিন টুলস অপারেশন/ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) পাস হতে হবে;

*সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত যেসব আউটসোর্সিং কর্মী এক বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;

আরও পড়ুন: ৬৫৮ জন নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন অনলাইনে

বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮ থেকে ৩৫ বছর (২০ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদনপত্রের সঙ্গে দরকারি কাগজপত্রসহ সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। বেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে;

আবেদন ফি—

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনার বরাবর ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ এবং ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ৫০ টাকা বাংলাদেশের যেকোনো তালিকাভুক্ত ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, ডাকঘর-সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জানুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।