২৫০০০-৩০০০০ বেতনে ১০ কর্মী নেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় ফ্যাশন হাউজ জেন্টল পার্ক। প্রতিষ্ঠানটি ‘আউটলেট ম্যানেজার’ পদে ১০ কর্মী নিয়োগে ১৮ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক;
পদের নাম: আউটলেট ম্যানেজার;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা;
আরও পড়ুন: বিকাশ নিয়োগ দেবে অফিসার, কর্মস্থল ঢাকা
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*পারফরমেন্স বোনাস;
*ওভারটাইম ভাতার ব্যবস্থা;
*উৎসব ভাতা বছরে ২টি;
বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে;
*ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ৬০০০০-৭০০০০ বেতনে চাকরি বাংলাদেশ লেবার ফাউন্ডেশনে, আবেদন স্নাতকেই
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জানুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম