১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪

সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মচারী নিয়োগে সর্বোচ্চ বয়স ৩২ করে প্রজ্ঞাপন জারি

  © ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত সব সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সর্বোচ্চ বয়স ৩২ করে প্রজ্ঞাপন (সার্কুলার) জারি করা হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তফসিলভুক্ত সব সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্যে করে চিঠিটি প্রদান করা হয়েছে।

চিঠিতে বলা হয়, “আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ১৮ নভেম্বরের এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করত অধ্যাদেশ জারি করা হয়।”

“এক্ষণে উক্ত অধ্যাদেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।”

চিঠিতে আরও বলা হয়, “বিআরপিডি সার্কুলার নং-০৮, তারিখ: ২৩ জুন ২০১৩ এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এতদ্দ্বারা রহিত করা হলো। তবে উক্ত নির্দেশনার আলোকে ইতঃপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে।”

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে বলা হয়।