১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫

৫৩০ জন নিয়োগ দেবে সরকারি যানবাহন অধিদপ্তর, আবেদন আগামীকালের মধ্যেই

৫৩০ জনের নিয়োগে আবেদন চলছে সরকারি যানবাহন অধিদপ্তরে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডের ১৭ পদে ৫৩০ জনের নিয়োগে রবিবার (১৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদনগ্রহণ ২০ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সরকারি যানবাহন অধিদপ্তর;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ইবনে সিনায় চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানান সুবিধা

২. পদের নাম: মেকানিক গ্রেড-বি;

পদসংখ্যা: ১৯টি; 

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ (গ্রেড-১৫);

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৩৩৩টি; 

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; 

আরও পড়ুন: ৩০০ জন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ড-ভ্রমণ ভাতাসহ দেবে নানান সুবিধা

৪. পদের নাম: গাড়িচালক; 

পদসংখ্যা: ৭৩টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; 

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদন এসএসসি পাসেই

৬. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৫টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৭. পদের নাম: টাইম কিপার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৮. পদের নাম:  ইনডেন্ট সহকারী;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫২৫ কর্মী, আবেদন করুন দ্রুতই

৯. পদের নাম: জব সহকারী;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১০. পদের নাম: স্টোরম্যান;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১১. পদের নাম: লেজার সহকারী; 

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে বড় নিয়োগ, পদ ৪৬৬

১২. পদের নাম: স্পীডবোট চালক;

পদসংখ্যা: ১০টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: স্পীডবোট চালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১৩. পদের নাম: মেকানিক গ্রেড-ডি;

পদসংখ্যা: ১৬টি; 

বেতন:৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৪. পদের নাম: ডেসপাচ রাইডার;

পদসংখ্যা: ১১টি; 

বেতন:৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ইবনে সিনায় চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানান সুবিধা

১৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫টি; 

বেতন:৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৬. পদের নাম: ক্লিনার/হেলপার;

পদসংখ্যা: ২৯টি;  

বেতন:৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১৬টি ;

বেতন:৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরি, আবেদন করুন দ্রুতই

বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১৩ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।