ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, আবাসন-যাতায়াতসহ দেবে নানান সুবিধা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ১১টি স্থায়ী ও অস্থায়ী পদে ১৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা;
বিভাগ: বিভিন্ন বিভাগ (নিচের বিজ্ঞপ্তিতে প্রদান করা হয়েছে);
চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী;
বেতন: পদভেদে বিভিন্ন (নিচের বিজ্ঞপ্তিতে প্রদান করা হয়েছে);
আরও পড়ুন: বিএসটিআই প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৯৭
অন্যান্য সুযোগ-সুবিধা—
*আবাসন সুবিধা (নীতিমালা অনুযায়ী);
*যাতায়াত ভাতা
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্র্যাচুইটি;
*চিকিৎসা ভাতা;
*উৎসব বোনাস বছরে ২টি;
*বৈশাখী ভাতা;
*পোশাক, বিনোদন ভাতা, উৎসাহ ভাতা (চাকরি স্থায়ী হওয়ার পর);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: কুমিল্লা;
আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে বড় নিয়োগ, পদ ৪৬৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি
আবেদন ফি হিসেবে ১-৬ এবং ৯-১১ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়
আগামী ১৪ ডিসেম্বর ২০২৪, সকাল ১০টা (মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সব সনদের মূলকপি প্রদর্শন করতে হবে);
পরীক্ষার স্থান: ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২৪;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—