৩০ নভেম্বর ২০২৪, ১৭:০৩

৩০০০০-৫৫০০০ বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, আবেদন সরাসরি-ডাকযোগে  

৩ পদে ৫ কর্মী নিয়োগ দেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা   © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। সংস্থাটি ভোলা ও বরিশালে অ্যাডপটিং টেকনোলজিস অ্যান্ড প্র্যাকটিসেস ফর রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন ফিশারিজ সাবসেক্টর প্রকল্পে ৩ ক্যাটাগরির পদে ৫ কর্মী নিয়োগে বুধবার (২৭ নভেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন। ই-মেইলেও আবেদনপত্র পাঠাতে পারবেন প্রার্থীরা।

১. পদের নাম: টেকনিক্যাল অফিসার (ফিশারিজ);

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য);

বেতন: ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে);

অন্যান্য সুযোগ-সুবিধা—

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা;

*মোবাইল বিল;

*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ভোলা ও বরিশাল জেলা;

আরও পড়ুন: ৫০ রিলেশনশীপ অফিসার নেবে ডেলটা লাইফ ইন্সুরেন্স, আবেদন স্নাতকে

২. পদের নাম: এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য);

বেতন: ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে);

অন্যান্য সুযোগ-সুবিধা—

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা;

*মোবাইল বিল;

*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভারনমেন্টাল সায়েন্সেস বা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অথবা এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি থাকতে হবে; অথবা,

*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ভোলা ও বরিশাল জেলা;

আরও পড়ুন: ৩৫০০০-৪০০০০ বেতনে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ১০

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (ফিশারিজ);

পদসংখ্যা: ৩টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য);

বেতন: ৩০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে);

অন্যান্য সুযোগ-সুবিধা—

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা;

*মোবাইল বিল;

*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*ফিশারিজ বা অ্যাগ্রিকালচারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ফিশারিজ বা অ্যাগ্রিকালচার সেক্টরে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ভোলা ও বরিশাল জেলা;

আরও পড়ুন: ৯৭ অফিসার নেবে ব্র্যাক, আবেদন করুন দ্রুতই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, কাভার লেটারসহ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠাতে পারবেন প্রার্থীরা;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), আলতাজের রহমান রোড, চরনোবাদ, ভোলা–৮৩০০। ই–মেইল: gjushrd@gmail.com;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।