২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৩

৯ম-২০তম গ্রেডে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

৮ পদে ১০ কর্মী  নিয়োগ দেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৮ পদে ১০ কর্মী  নিয়োগে  এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট;

১. পদের নাম: উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (গ্রেড-৬); 

আবেদনের যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে; 

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন);

পদসংখ্যা: ১টি; 

বেতন: ২২,০০০—৫৩,০৬০ (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে; 

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

আরও পড়ুন: ১৪—১৯তম গ্রেডে বেসামরিক নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, পদ ১১৩

৩. পদের নাম: আইসিটি অফিসার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ (গ্রেড-১০); 

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে; 

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

৪. পদের নাম: ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, নেবে ৮৮

৫. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ (গ্রেড-১৪); 

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

৬. পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

৭. পদের নাম: গাড়ি চালক;

পদসংখ্যা: ১টি; 

বেতন:  ৯,৩০০—২২,৪৯০ (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা যান চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে);

আরও পড়ুন: ২৫০০০-৩২০০০ বেতনে চাকরি আকিজ বেকারসে, দেবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধাও

৮. পদের নাম:  অফিস সহায়ক;

পদসংখ্যা: ২টি; 

বেতন:  ৮,২৫০—২০,০১০ (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বয়স: সর্বেোচ্চ৩২ বছর (৩০ জুন ২০২৪ তারিখে); 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ বিভিন্ন গ্রেডে ১১২ থেকে ৬৬৯ টাকা আবেদন ফি ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।