২১ নভেম্বর ২০২৪, ১৩:০২

গ্রামীণ ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

শিক্ষানবিশ অফিসার ও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক নিচ্ছে গ্রামীণ ব্যাংক  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। সংস্থাটি প্রশিক্ষণ প্রকল্পে ২ ক্যাটাগরির (শিক্ষানবিশ অফিসার ও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক) পদে অস্থায়ীভাবে কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠোনের নাম: গ্রামীণ ব্যাংক;

১. পদের নাম: শিক্ষানবিশ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা, ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ৩ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে;

*শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৮ ডিসেম্বর ২০২৪ তারিখে);

২. পদের নাম: শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রতিটিতে জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৮ ডিসেম্বর ২০২৪ তারিখে);

প্রশিক্ষণ পদ্ধতি (শিক্ষানবিশ অফিসার)—

শিক্ষানবিশ অফিসারদের গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণকেন্দ্রের আওতায় এক বছর (দুটি পর্ব) প্রশিক্ষণগ্রেহণ করতে হবে; 

সুযোগ-সুবিধা (শিক্ষানবিশ অফিসার পদের ক্ষেত্রে)—

*প্রশিক্ষণকালীন প্রথম পর্বে মাসিক ১৩,০০০ টাকা হারে ও প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১৫,০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে

*দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের ৯ম গ্রেডে ২২,০০০—৫৩,০৬০ টাকার বেতন স্কেলে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ পাবেন।

*গ্রামীণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন;

প্রশিক্ষণ পদ্ধতি (শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক)—

শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকেরা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণকেন্দ্রের আওতায় এক বছর (দুটি পর্ব) প্রশিক্ষণগ্রহণ করতে হবে;

সুযোগ-সুবিধা (শিক্ষানবিশ অফিসার পদের ক্ষেত্রে)—

*প্রশিক্ষণকালীন প্রথম পর্বে মাসিক ৯,০০০ টাকা হারে এবং দ্বিতীয়পর্বে ১০,০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন;

*দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের ১৫তম গ্রেডে ৯,৭০০—২৩,৪৯০ টাকার বেতন স্কেলে ‘কেন্দ্র ব্যবস্থাপক’ পদে নিয়োগ পাবেন;

*গ্রামীণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—