২০ নভেম্বর ২০২৪, ১৩:৩৭

৪০০০০ বেতনে চাকরি আশা এনজিওতে, দেবে বৈশাখী ভাতাসহ নানান সুবিধা

অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছে আশা  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আশা;

বিভাগের নাম: অ্যান্ড্রয়েড;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*বৈশাখী ভাতা;

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা;

আরও পড়ুন: ২০০০০—২৮০০০ বেতনে চাকরি আকিজ গ্রুপে, দেবে আবাসন সুবিধা এবং ভ্রমণ ভাতাও

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*সিএসই/আইটি/এমআইএস/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইসিই/ইইই বা সমমানের বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতেে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম