১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৪

বাংলাদেশ পুলিশে চাকরি, আবেদন এইচএসসি পাসেই 

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়  © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিআইজির কার্যালয়ে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে কর্মী নিয়োগে ১২ নভেম্বর প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

বিভাগের নাম: রেঞ্জ ডিআইজির কার্যালয় (খুলনা);

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন (খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে);

কর্মস্থল: খুলনা;

বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (১৪ নভেম্বর ২০২৪ তারিখে)। তবে বিশেষ ক্ষেত্রে বয়স ৩২ বছর গ্রহণযোগ্য;

আরও পড়ুন: কমিশন্ড অফিসার নিচ্ছে নৌবাহিনী, আবেদন যেভাবে

আবেদনপত্র সংগ্রহ যেভাবে—

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনাকে সম্বোধন করে আবেদনপত্র পাঠাতে হবে ‘রেঞ্জ ডিআইজি, খুলনা, বাংলাদেশ পুলিশ, খুলনা বরাবরে।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ১-২২১১-০০০০-২০৩১ এই কোডে প্রার্থীদের ২০০ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ট্রেজারি চালানের রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন যেভাবে

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ ডিসেম্বর ২০২৪, অফিস চলাকালীন সময়ের মধ্যে;

দরকারি কাগজপত্রসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—