১৩ নভেম্বর ২০২৪, ১৭:০৫

১০১ কর্মকর্তা নেবে টেকনোনেক্সট সফটওয়্যার, আবেদন নভেম্বরজুড়ে

টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড নেবে ১০১ কর্মকর্তা  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি ৭ পদে ১০১ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড (ইউএস-বাংলা গ্রুপ);

পদসংখ্যা: ৭টি; 

কর্মী নেবে: ১০১ জন;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সমপর্যায়ের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: বিইউপিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন নির্দিষ্ট ফরমে

১. পদের নাম: সফটওয়্যার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (জাভা);

পদসংখ্যা: ৪০টি;

আবেদনের লিংক: https://forms.gle/udVNNvU2WhvpxnGN7

২. পদের নাম: সফটওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গোলাং);

পদসংখ্যা: ২০টি;

আবেদনের লিংক: https://forms.gle/1JpT9uSRd3HsgXNG9

৩. পদের নাম: সফটওয়্যার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (রিয়্যাক্ট :জেএস);

পদসংখ্যা: ১৫টি;

আবেদনের লিংক: https://forms.gle/rv9LaUEA1oafRkoj7

আরও পড়ুন: ১৯০ জনের বড় নিয়োগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে

৪. পদের নাম: সফটওয়্যার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (পাইথন);

পদসংখ্যা: ১০টি;

আবেদনের লিংক: https://forms.gle/x92sb6UvWY1gnSTe7

৫. পদের নাম: সফটওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এআই/এমএল);

পদসংখ্যা: ৬টি;

আবেদনের লিংক: https://forms.gle/1HA19N2sVxHpo8N47

৬. পদের নাম: সফটওয়্যার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড);

পদসংখ্যা: ৫টি;

আবেদনের লিংক: https://forms.gle/pDs9fj4mtXpmA4VZ6

৭. পদের নাম:  সফটওয়্যার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (আইওএস);

পদসংখ্যা: ৫টি;

আবেদনের লিংক: https://forms.gle/YBfYEDvouBTjQUuZ7

আরও পড়ুন: ১২০ জনের বড় নিয়োগ যুব উন্নয়ন অধিদপ্তরে, আবেদন অনলাইনে

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*সকালের নাস্তা;

*দুপুরের খাবারের সুবিধা;

*বার্ষিক বেতন বৃদ্ধি;ৎ

*উৎসব ভাতা বছরে ২টি;

*স্বাস্থ্য বিমা (পরিবারসহ);

*সাপ্তাহিক ছুটি ২দিন (শুক্র ও শনিবার);

*অর্জিত ছুটি নগদায়ন;

*অসুস্থতাজনিত ছুটি;

*নৈমিত্তিক ছুটি;

আরও পড়ুন: ২৫,০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে যাতায়াতসহ নানান সুবিধা

কর্মক্ষেত্র: অফিসে; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: প্রযোজ্য নয়; 

কর্মস্থল: টেকনোনেক্সট এর যেকোনো কার্যালয় (প্রয়োজনের তাগিদে দেশের বাইরেও স্থানান্তরিত হতে পারে);

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৪;