০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

বুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

বুয়েট শিক্ষক নিয়োগ দেবে ৪ বিভাগে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি ৪ বিভাগে শিক্ষক নিয়োগে সোমবার (৪ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট);

১. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: পুরকৌশল বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল : ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা;

পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: পুরকৌশল বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

আরও পড়ুন: বুয়েটে ২০ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

২. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল : ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা;

৩. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

পদের নাম: প্রভাষক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল : ২২,০০০—৫৩,০৬০ টাকা;

আরও পড়ুন: বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে ৪৭ পদে চাকরি, দেবে আবাসন ও যাতায়াত সুবিধা

৪. পদের নাম: প্রভাষক;

বিভাগ: বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল : ২২,০০০—৫৩,০৬০ টাকা;

আবেদন যেভাবে— 

দরকারি কাগজপত্রসহ নির্ধারিত ফরমের ১৭ সেট আবেদনপত্র পূরণের পর রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে;

আবেদন ফি—

প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৬০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস প্রদত্ত রসিদের মাধ্যমে সোনালী ব্যাংক, বুয়েট শাখায় নগদ টাকা জমা দিয়ে টাকা জমাদানের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে আবেদনের কাজ শেষ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ নভেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনের যোগ্যতা, অআবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।