০১ নভেম্বর ২০২৪, ১২:২১

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ  © সংগৃহীত

বিভিন্ন বিভাগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ৯ গ্রেড পর্যন্ত বিভিন্ন বিষয় ও পদে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ নভেম্বর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ;

১. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ৬টি;

বিভাগ: বাংলা (১টি); ভূগোল (১টি); পদার্থ বিজ্ঞান (১টি); সমাজকর্ম/কল্যাণ (১টি); পরিসংখ্যান (১টি) এবং মনোবিজ্ঞান (১টি);

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

২. পদের নাম: প্রদর্শক;

পদসংখ্যা: ২টি;

বিভাগ: পদার্থ বিজ্ঞান (১টি); জীববিজ্ঞান (১টি);

বেতনস্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

৩. পদের নাম: সিনিয়ির শিক্ষক;

পদসংখ্যা: ৫টি; 

বিভাগ: পদার্থ বিজ্ঞান (১টি); রসায়ন (১টি); গণিত (১টি); বিজিএস (ইংরেজি ভার্সন ১টি); তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১টি); 

বেতনস্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

৪. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড ১১);

৫. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪);

৬. পদের নাম: খণ্ডকালীন শিক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন: মাসিক সর্বসাকুল্যে ১২,০০০ টাকা;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৩০ টাকা এবং ৫ ও ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩০ টাকা আবেদন ফি দিতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ নভেম্বর ২০২৪;

আবেদনের যোগ্যতা, সুযোগ-সুবিধা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—