খুলনা সিটি করপোরেশনে চাকরি, বেতন সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে কর্মী নিয়োগে বুধবার (৩০ অক্টোবর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বরের মধ্যে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: খুলনা সিটি করপোরেশন, খুলনা;
১. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৫০,০০০ টাকা;
২. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৫০,০০০ টাকা;
৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল);
পদসংখ্যা: ২টি;
বেতন: ৩৫,০০০ টাকা;
৪. পদের নাম: মেডিকেল অফিসার;
পদসংখ্যা: ২টি;
বেতন: ৩৫,০০০ টাকা;
আবেদনের শর্ত—
*পদের নাম, *প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজিতে) *পিতার নাম *মাতার নাম *জাতীয় পরিচয়পত্র নম্বর *জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ *জন্ম তারিখ *বয়স *বর্তমান ঠিকানা *স্থায়ী ঠিকানা *পত্রযোগাযোগের ঠিকানা মোবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল (যদি থাকে) *ধর্ম *শিক্ষাগত যোগ্যতা উল্লেখপূর্বক সাদা কাগজে আবেদন করতে হবে;
আবেদন যেভাবে—
দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র প্রশাসক, খুলনা সিটি করপোরেশন, নগর ভবন (সাধারণ প্রশাসনিক শাখায় পাঠাতে হবে;
আবেদন ফি—
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট প্রশাসক, খুলনা সিটি করপোরেশন বরাবর পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে;
আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—