২৭ অক্টোবর ২০২৪, ১৪:৪৩

বিশাল নিয়োগ বেসরকারি উন্নয়ন সংস্থায়, পদ ১৪৫৫

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) নেবে ১৪৫৫ কর্মী  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে ১৯ পদে ১৪৫৫ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বরের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

১. পদের নাম: মনিটরিং কর্মকর্তা;

পদসংখ্যা: ২টি;

বেতন: শিক্ষানবিশকালে ১,২৪,৯৩৬ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ১,৫৬,১৭০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ বছর কাজের অভিজ্ঞতা অথবা শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫২ বছরের মধ্যে হতে হবে;

২. পদের নাম: প্রশাসক (হাসপাতাল);

পদসংখ্যা: ২টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস এবং এমপিএইচ/পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে;

*সরকারি বা বেসরকারি হাসপাতালে (ন্যূনতম ২০ শয্যাবিশিষ্ট) হাসপাতাল ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫২ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ);

পদসংখ্যা: ১টি;

বেতন: শিক্ষানবিশকালে ১,০৮,৫৬০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ১,৩৫,৭০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্বনামধন্য বেসরকারি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে ন্যূনতম ১৫ বছর এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

৪. পদের নাম: বিভাগীয় প্রধান (গবেষণা ও প্রকাশনা);

পদসংখ্যা: ১টি;

বেতন: শিক্ষানবিশকালে ১,০২,০২৮ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ১,২৭,৫৩৫ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্বনামধন্য প্রতিষ্ঠানে গবেষণা, প্রকাশনা ও প্রতিবেদন প্রস্তুতবিষয়ক কাজে ন্যূনতম ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*নিজস্ব প্রকাশনা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

৫. পদের নাম: প্রধান সমন্বয়কারী (কৃষি ও প্রাণিসম্পদ);

পদসংখ্যা: ১টি;

বেতন: শিক্ষানবিশকালে ১,০২,০২৮ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ১,২৭,৫৩৫ টাকা;

আবেদনের যোগ্যতা—

*কৃষি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে সম্প্রসারণবিষয়ক কাজে উচ্চতর পদে ন্যূনতম ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
 
বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

৬. পদের নাম: প্রিন্সিপাল (পলিটেকনিক ইনস্টিটিউট);

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল/ইলেকট্রিক্যাল) বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*সরকারি/বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে ইনস্টিটিউট) কাজের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম ৮ বছর;

বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

৭. পদের নাম: স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি প্রকল্প);

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস এবং এমপিএইচয়ে পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে;

*স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী/প্রধান হিসেবে (পিএইচসিপি প্রকল্প) ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

৮. পদের নাম: চিকিৎসক (নারী);

পদসংখ্যা: ২টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*পিজিডিএমইউ ও পিজিটি (গাইনোকলজি অ্যান্ড অবসটেট্রিকস) আবশ্যক;

*সরকারি বা বেসরকারি হাসপাতালে আল্ট্রাসাউন্ড ও সিজার করার কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৯. পদের নাম: নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*নির্মাণ, কাঠামোগত নকশা তৈরি ও নির্মাণ বিভাগ পরিচালনাবিষয়ক কাজে ন্যূনতম ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

১০. পদের নাম: স্থাপত্য প্রকৌশলী;

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*স্থাপত্যবিদ্যায় স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;

১১. পদের নাম: এরিয়া ম্যানেজার;

পদসংখ্যা: ২৫টি;

বেতন: শিক্ষানবিশকালে ৪৭,৪০৮ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ৫৯,২৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫টি শাখায় এবং ৩০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হহতে হবে;

বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;

১২. পদের নাম: হিসাব কর্মকর্তা/অডিট কর্মকর্তা;

পদসংখ্যা: ১০টি;

বেতন: শিক্ষানবিশকালে ৪৩,০০৮ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ৫৩,৭৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*হিসাববিজ্ঞান/ফিন্যান্স/অ্যাকাউন্টিং/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকেত হবে;

*পাবলিক বিশ্ববিদ্যালয়, সিএ আর্টিকেলশিপ (৩ বছর) এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন; 

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

১৩. পদের নাম: সিনিয়র অফিসার (ক্রেডিট)/শাখা ব্যবস্থাপক;

পদসংখ্যা: ১০০টি;

বেতন: শিক্ষানবিশকালে ৩৯,৪৪০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ৪৯,৩০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হহতে হবে;

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

১৪. পদের নাম: অফিসার (ক্রেডিট)/সহকারী শাখা ব্যবস্থাপক;

পদসংখ্যা: ২০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (৪ মাস) ১৬,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৩৩,৫৬৮ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ৪১,৯৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক;

*বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার লাইসেন্স থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৫. পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার (ক্রেডিট)/শাখা হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) ১৪,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৩০,৮৮০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ৩৮,৬০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*হিসাববিজ্ঞান/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হহতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

১৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)/ সিনিয়র মাঠ সংগঠক;

পদসংখ্যা: ১০০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) ১২,০০০ টাকা। শিক্ষানবিশকালে ২৯,২৪৮ টাকা। চাকরি নিয়মিতকরণের পর ৩৬,৫৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*বাইসাইকেল চালনায় এবং শর্তসাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;

*নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে ১৫,০০০ টাকা জমা দিতে হবে (সার্ভিস চার্জসহ ফেরতযোগ্য); 

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (সংশ্লিষ্ট পদে অভিজ্ঞদের বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

১৭. পদের নাম: সিনিয়র নার্স/ওটি ইনচার্জ (এসএসএস হাসপাতাল);

পদসংখ্যা: ২টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং নার্সিং কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে;

*সরকারি বা বেসরকারি হাসপাতালে (ন্যূনতম ১০ শয্যাবিশিষ্ট) ওটি ইনচার্জ হিসেবে ন্যূনতম ৫ বছরসহ মোট ১০ বছর নার্সিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

১৮. পদের নাম: নার্স (এসএসএস হাসপাতাল);

পদসংখ্যা: ৫টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং নার্সিং কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে;

*সরকারি বা বেসরকারি হাসপাতালে (ন্যূনতম ১০ শয্যাবিশিষ্ট) ওটি ইনচার্জ হিসেবে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

১৯. পদের নাম: ডাইনিং/ক্যানটিন ম্যানেজার;

পদসংখ্যা: ১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা/কোর্স;

*স্বনামধন্য প্রতিষ্ঠানে ডাইনিং/ক্যানটিন ব্যবস্থাপনা কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

অন্যান্য সুযোগ–সুবিধা (সব পদের ক্ষেত্রে)

*শিক্ষানবিশকাল ৬ মাস;

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*এসএফ;

*গ্র্যাচুইটি;

*৩০ দিনের অর্জিত ছুটি নগদায়ন;

*দুটি উৎসব বোনাস;

*বার্ষিক ইনক্রিমেন্ট;

*টিএ/ডিএ (প্রযোজ্য ক্ষেত্রে);

*লাঞ্চ ভাতা;

*সুদমুক্ত মোটরসাইকেল ঋণ;

*কর্মী ঋণ সুবিধা; 

*মোবাইল বিলসহ অন্যান্য সুবিধা;

*নির্বাচিত ১১ ও ১৩ থেকে ১৬ নম্বর পদের পুরুষ প্রার্থীরা সংস্থার অফিস ক্যাম্পাসে বিনা মূল্যে আবাসন সুবিধা এবং নারী কর্মীদের বাইরে থাকার অতিরিক্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হবে;

দরকারি কাগজপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;

*শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি;

*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

*সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ল্যাব প্রিন্ট);

আবেদন যেভাবে

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সিনিয়র পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকা ‘সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)’ বরাবর সোনালী ব্যাংক, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর ৬০১৫২৩৪০০২০৪৫–এ অনলাইন জমা/টিটি করে জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ নভেম্বর ২০২৪।

আবেদনের যোগ্যতা, শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—