২৭ অক্টোবর ২০২৪, ০৯:১৬

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, নিয়োগ মাধ্যমিক ও কলেজ শাখায় 

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিইপিজেড, গণকবাড়ী, সাভার, ঢাকা  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিইপিজেডের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও কলেজ শাখায় ৩ পদে ১২ জন শিক্ষক নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ডিইপিজেড);

১. পদের নাম: প্রভাষক (কলেজ শাখা)

বিভাগ: ব্যববসায় নীতি ও প্রয়োগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী (২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী);  

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

২. পদের নাম: প্রদর্শক (কলেজ শাখা);

বিভাগ: জীববিজ্ঞান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: দশম গ্রেড অনুযায়ী (২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী);  

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা);

বিভাগ: বাংলা (২টি); গণিত (৩টি); ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (২); রসায়ন (১); ইসলাম শিক্ষা (২);

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: প্রশিক্ষণধারী দশম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন ১১তম গ্রেড অনুযায়ী (২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী);  

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে উত্তরা মোটরসে চাকরি, ভ্রমণ ভাতাসহ দেবে নানান সুবিধা

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ডিইপিজেড, গণকবাড়ী, সাভার, ঢাকা-১৩৪৯;

আবেদনপত্র যে ঠিকানায় পাঠাবেন: অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিইপিজেড, গণকবাড়ী, সাভার, ঢাকা-১৩৪৯;

আবেদন ফি: বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিইপিজেড, সাভার, ঢাকা বরাবর ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা, ২ এবং৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ নভেম্বর ২০২৪;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক ইত্তেফাক (২৫ অক্টোবর ২০২৪)